Eastern Insurance Co. Ltd.

Recent News

38th AGM of Eastern Insurance Co. Ltd. was held on 31st July 2024

ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ৩৮ তম বার্ষিক সাধারণ সভা গত ৩১ জুলাই ২০২৪ ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানীর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান মহোদয় জনাব আ. স. ম. ওয়াহিদুজ্জামান। পরিচালকদের মাঝে ছিলেন জনাব আজমল হোসেন, মতিউর রহমান, হায়দার আহমেদ খান - এফসিএ, মোহাম্মদ তোফাজ্জল হোসেন - এফসিএ।

ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ৩৮ তম বার্ষিক সাধারণ সভা গত ৩১ জুলাই ২০২৪ ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানীর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান মহোদয় জনাব আ. স. ম. অয়াহিদুজ্জামান। পরিচালকদের মাঝে ছিলেন জইনাব আজমল হোসেন, মতিউর রহমান, হায়দার আহমেদ খান - এফসিএ, মোহাম্মদ তফাজ্জেল হোসেন - এফসিএ এবং মোঃ ইকবাল মাহমুদ, মুখ্য নির্বাহী কর্মকর্তা ( চলতি দায়িত্ব ) সহ জ্যেষ্ঠ নির্বাহীগণ।

Follow us-