Eastern Insurance Co. Ltd.

Recent News

The 253rd Board Meeting of Eastern Insurance Company Limited was held in head office

ইষ্টার্ণ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড কর্তৃক আয়োজিত ২৫৩ তম বোর্ড সভায় মাননীয় চেয়ারম্যান জনাব আ.স.ম. ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে কোম্পানীর সার্বিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়, সভায় আরও উপস্থিত হয়ে বোর্ড সভাকে সাফল্যমন্ডিত করেছেন কোম্পানীর সম্মানিত পরিচালকবৃন্দ সর্বজনাব মেজর অব: আব্দুল মান্নান, মতিউর রহমান, আজমল হোসেন, হায়দার আহমেদ খাঁন এফ.সি.এ, মোহাম্মদ তোফাজ্জেল হোসেন এফ.সি.এ, উম্মে কুলসুম মান্নান, রোকেয়া ফেরদাউসী, তাজরীনা মান্নান সহ ইষ্টার্ণ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর অন্যান্য নির্বাহীগণ।

Follow us-